ওবিসি সমস্যা সমাধানে সুপ্রিমকোর্টে না গিয়েও বিকল্প পথ আছে, আইপিএস হুমায়ুন কবির নিজস্ব প্রতিবেদক, টিডিএন বাংলা, ৯ সেপ্টেম্বর,২০২৪
ইমামদের উদ্যোগে বহরমপুর কালেক্টোরেট ক্লাবে সম্প্রতি রক্তদান শিবিরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অংগ্রহণ করেন। সেখানে জেলা প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। ‘অল-বেঙ্গল ইমাম-মুয়াজ্জিন এ্যাসোসিয়েশন এ্যাণ্ড চ্যারিটেবল ট্রাস্টে’র রাজ্য সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস জানান, সম্প্রীতির বার্তা দিয়ে সর্বধর্ম সমন্বয়ে রক্তদান শিবির থেকে ট্রাফিক পুলিশদের হাতে তুলে দেওয়া হয় ছাতা ও হেলমেট । রক্তদাতাদের হাতেও সংগঠনের তরফে তুলে দেওয়া হয় চারাগাছ ও ছাতা। মুর্শিদাবাদ সম্প্রীতি ও সৌহার্দ্যের জেলা, এটা বারবার প্রমাণিত হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব, মুর্শিদাবাদ জেলার প্রাক্তন পুলিশ সুপার বিধায়ক হুমায়ুন কবির, সাংসদ আবু তাহের খান, বেলুড় মঠের মহারাজ স্বামী পরমানন্দ, জেলা ইমাম সংগঠনের চেয়ারম্যান মাইনুল ইসলাম, সভাপতি ওলিউল্লাহ বিশ্বাস, বঙ্গীয় সনাতন ট্রাস্টের জেলা সভাপতি প্রদীপ চক্রবর্তী, বহরমপুর চার্চের ফাদার জয়ৎপল হাসদা, জিয়াগঞ্জ সাবেক চেয়ারম্যান শিখ গুরু ধরমজিৎ সিং, সত্যসাঁই ফাউন্ডেশনের উৎপল দত্ত প্রমুখ ৷ অনুষ্ঠান শেষে ওবিসি নিয়ে ডেবরার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবিরকে ওবিসি নিয়ে এই প্রতিবেদক প্রশ্ন করেন। জানতে চান, সুপ্রিমকোর্টে না গিয়ে অন্যভাবে কি রাজ্য সরকার ওবিসি সমস্যার সমাধান করতে পারত না? জবাবে তৃণমুল কংগ্রেস সরকারের বিধায়ক বলেন, অবশ্যই সেই সুযোগ আছে। অনগ্রসর দপ্তর নোটিশ করে আবার হেয়ারিং করে লিস্ট তৈরি করতে পারে। এতে যারা বাদ গিয়েছিল তাদের কিছু বাদ যেতে পারে আবার নতুন কিছু যোগ হতে পারে এবং এটা নিশ্চয় সরকার করবে বলে আমার ধারণা।