রান্নার গ্যাসের দাম আরও একবার বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী ঘোষণা করেছেন, ১৪.২ কেজির একটি গ্যাস সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছে।
কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী বলেছেন, “পিএমইউওয়াই (উজ্জ্বলা যোজনা) সুবিধাভোগীদের জন্য, প্রতি সিলিন্ডারের দাম ৫০০ টাকা থেকে বেড়ে হল ৫৫০ টাকা। অন্যান্য গ্রাহকদের জন্য, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৮০৩ টাকা থেকে বেড়ে হচ্ছে ৮৫৩ টাকা।” তিনি আরও জানান যে, এই বৃদ্ধি সাধারণত প্রতি ২-৩ সপ্তাহে পর্যায়ক্রমিক পর্যালোচনা সাপেক্ষে।
উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গরিব পরিবারগুলিকেও এবার অতিরিক্ত ৫০ টাকা দিতে হবে। আগে যেখানে তারা প্রতি সিলিন্ডারে ৫০৩ টাকা দিতেন, এখন তা বেড়ে হয়েছে ৫৫৩ টাকা।
কিছুদিন আগেই তেল বিপণন সংস্থাগুলি ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৪১ টাকা কমিয়েছিল। এর কয়েকদিন পরেই ভর্তুকিযুক্ত ও উজ্জলা যোজনার রান্নার গ্যাসের এই দাম বৃদ্ধির ঘোষণা আম আদমির কপালে চিন্তা ভাঁজ ফেললো।
বিরোধীদের অভিযোগ, এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম থাকায় দেশের তেল সংস্থাগুলি জ্বালানির দাম কিছুটা কমিয়েছে, কিন্তু সেই সুবিধা সাধারণ মানুষের হাতে পৌঁছাচ্ছে না। কারণ কেন্দ্র শুল্ক বাড়িয়ে দিয়েছে, ফলে দাম কমার সুফল পাচ্ছে না জনগণ।
বিরোধীরা বলছে, গত লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ গঠনের পর কেন্দ্র ২০০ টাকা দাম কমানোর ঘোষণা করতে বাধ্য হয়েছিল। ভোটের আগে দাম কমালেও এখন আবার সেই পুরোনো উচ্চমূল্যের দিকেই ফিরছে কেন্দ্রীয় সরকার।