নিজস্ব সংবাদদাতা, টিকারামপুর, নদিয়া: টিকারামপুরের বায়তুল আমান মসজিদে এক ব্যতিক্রমী ইফতার মজলিসের আয়োজন করা হয়, যেখানে গ্রামীণ চিকিৎসকদের উপস্থিতিতে “সুস্বাস্থ্য, রোজার উপকারিতা ও সুস্থ সমাজ” বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

উপস্থিত চিকিৎসকগণ বলেন, রমযান শুধু আত্মশুদ্ধির মাসই নয়, এটি সুস্বাস্থ্য রক্ষারও এক অনন্য সুযোগ। তাঁরা রোজার স্বাস্থ্যগত উপকারিতা তুলে ধরে বলেন, রোজা শরীরের হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং দেহ থেকে ক্ষতিকর টক্সিন দূর করে। পাশাপাশি, মানসিক প্রশান্তি, ধৈর্য ও সংযম চর্চার মাধ্যমে একটি সুস্থ সমাজ গঠনের গুরুত্ব নিয়েও আলোচনা হয়।
অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বায়তুল আমান মসজিদে একসঙ্গে ইফতারের আয়োজন করা হয়, যা ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ সৃষ্টি করে।
আঞ্চলিক নাজিম মৌলাবক্স সেখ, প্রাক্তন আঞ্চলিক নাজিম এন্তাজুল হক, শিক্ষক সামসুল মওদুদ, সাংবাদিক মোকতার হোসেন মন্ডল সহ অনেকেই রমজান ও সুস্বাস্থ্য বিষয়ে আলোচনা করেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন মাহবুবুর রহমান।