যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ভয়াবহ এক বন্দুক হামলায় ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী নিহত হয়েছেন। বুধবার রাত ৯টা ৫ মিনিটে ক্যাপিটাল ইহুদি জাদুঘরের কাছে এই মর্মান্তিক ঘটনা ঘটে। হামলাটি উদ্দেশ্যমূলক এবং ঘৃণাজনিত অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে জানা গেছে, ইসরাইলি দূতাবাসের ওই দুই কর্মী ক্যাপিটাল ইহুদি জাদুঘরের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠান শেষে বেরিয়ে আসার সময় একজন অজ্ঞাত বন্দুকধারী তাদের কাছ থেকে গুলি করে হত্যা করে। নিহতদের একজন পুরুষ এবং একজন নারী বলে জানানো হলেও, তাদের নাম প্রকাশ করা হয়নি।
ঘটনাস্থলটি ওয়াশিংটনের তৃতীয় এবং এফ স্ট্রিটস এনডব্লিউ এলাকার কাছে, যেখানে এফবিআইয়ের ফিল্ড অফিসসহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও পর্যটন কেন্দ্র রয়েছে। হামলার পর শহরের কয়েকটি প্রধান সড়ক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টি নয়েম এক্স-এ (পূর্বে টুইটার) এক পোস্টে লিখেছেন, “ওয়াশিংটন ডিসির ইহুদি জাদুঘরের কাছে আজ রাতে দুজন ইসরাইলি দূতাবাস কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এই বিকৃত অপরাধীকে বিচারের আওতায় আনব।”
জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন একে “ইহুদি-বিরোধী সন্ত্রাসবাদের জঘন্য কাজ” বলে আখ্যা দেন। তিনি বলেন, “কূটনীতিক এবং ইহুদি সম্প্রদায়ের ক্ষতি করা একটি লাল রেখা অতিক্রম করছে। আমরা বিশ্বাস করি, মার্কিন প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে।”
ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র তাল নাইম কোহেন জানান, নিহত দুই কর্মী খুব কাছ থেকে গুলিবিদ্ধ হন। তিনি আরও বলেন, “স্থানীয় ও ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে যে, তারা দ্রুত হামলাকারীকে গ্রেপ্তার করে ইসরায়েলের প্রতিনিধি ও ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবে।”
ঘটনার তদন্ত চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে।