টিডিএন বাংলা ডেস্ক: এক কথায় দুর্ভাগ্যজনক ঘটনা; মাত্র ক্লাস টেনের ছাত্রী। নিজে জীবনের চূড়ান্ত পথ বেঁছে নিল, বাবাকে বাঁচাতে। তেলেঙ্গানার জাহিরাবাদ জেলার ঘটনা। মেয়েটির নাম আলিয়া বেগম। ১১ ফেব্রুয়ারি তার বাবা আক্রান্ত হন। সে তখন বাবাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে।
ঘটনার সূত্রপাত তার বাবাকে ঘিরে। তার বাবা খোলা উন্মুক্ত জায়গায় প্রস্রাব করেন। কাছেই বীরা এবং বিজয় রেড্ডির বাড়ি। তাঁরা মেয়েটির বাবাকে আক্রমণ করেন। মেয়ে তথন বাবাকে বাঁচাতে মরিয়া হয়ে ছোটে।
মেয়েটি তেলেঙ্গানার এক হাসপাতালে ছুটে যায়, ১৫ ফেব্রুয়ারি আত্মহত্যা করে মারা যায়। এই ঘটনার পর অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমেন এর বিধায়ক কৌসর মোহিউদ্দিন ওই গ্রামে যান এবং মেয়েটির বাড়িতেও যান। তিনি জেলার পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন। এরপরে অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল অফ তেলেঙ্গানার প্রতিনিধিরাও গ্রামে যান। তারা মেয়েটির পরিবারকে সবরকম আইনি সাহায্যের আশ্বাস দিয়েছেন।