নাটকীয় ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ২৫ বছর আগের ফাইনালের বদলা নিল ভারত। অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে দুর্দান্ত পারফরম্যান্সে তৃতীয়বারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলল টিম ইন্ডিয়া। এই জয়ের মাধ্যমে এক যুগ পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের স্বাদ পেল ভারত।
এর আগে ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শেষবার এই ট্রফি জিতেছিল ভারত। এরপর ২০১৫ সালে ফাইনালে উঠলেও পাকিস্তানের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়। তবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির নবম সংস্করণে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিল ভারত।
ফাইনালে প্রতিপক্ষ ছিল সেই নিউজিল্যান্ড, যারা ২৫ বছর আগে ভারতকে হারিয়ে ট্রফি জিতেছিল। তবে এবার ভারত প্রতিশোধ নিতে প্রস্তুত ছিল। গ্রুপ পর্বেই নিউজিল্যান্ডকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে ফাইনালে নামে ভারত। যদিও নিউজিল্যান্ড শুরু থেকেই প্রতিযোগিতায় ভয়ংকর ফর্মে ছিল, কিন্তু ফাইনালে ভারতের সামনে টিকতে পারেনি তারা।
অধিনায়ক রোহিত শর্মার অনবদ্য ব্যাটিংয়ের সৌজন্যে ভারত ৮ উইকেট হাতে রেখে সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে। এই জয়ের মাধ্যমে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে ক্রিকেট বিশ্বে নিজেদের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণ করল টিম ইন্ডিয়া।