বিজেপি শাসিত রাজ্যগুলিতে অবাধে চলছে বুলডোজার বিচার। অসাংবিধানিক এই অ্যাকশন নিয়ে একাধিকবার সতর্ক করেছে, দেশের শীর্ষ আদালত। তবে বারবার সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে বুলডোজার রাজ। আবারও এই ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিচারপতি উজ্জ্বল ভুইয়া। বললেন, কিছু রাজ্যে এখন বুলডোজার চালানোর মাধ্যমে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে। এই অপরাধমূলক কার্যকলাপ কি সংবিধানের ওপর বুলডোজার চালানোর শামিল নয়?
বিচারপতি ভুঁইয়ার সংযোজন, ‘কোনও মামলার অভিযুক্ত বা দুষ্কৃতীদের বাড়িতে বুলডোজ়ার চালিয়ে ধ্বংসের চেষ্টা আসলে সংবিধানের উপরে বুলডোজ়ার চালানোরই সমতুল। কিছু রাজ্য অভিযুক্তদের বাড়ি বুলডোজ়ার চালিয়ে গুঁড়িয়ে দিয়ে বেআইনি বাড়ি বলে যুক্তি দেওয়ার চেষ্টা করে। এটা বিচারব্যবস্থার কাছে যথেষ্ট হতাশা ও বিরক্তির।’
বিচারপতির মন্তব্য, যদি ধরেও নিই, বাড়িটা বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছে, তা হলেও যিনি অভিযুক্ত তাঁর দোষের না হয় বিচার হয়ে গেল। কিন্তু ওই বাড়িতে তাঁর বৃদ্ধ মা, ছোট সন্তান বা স্ত্রী বসবাস করছিলেন, ‘তাঁদের কী হবে? এখানে তাঁদের দোষ কোথায়?’ বিচারপতি উজ্জল ভুঁইয়া আরও বলেন, ‘আমি মনে করি না, একজন অভিযুক্ত হলেই তড়িঘড়ি তাঁর বাড়ি গুঁড়িয়ে দিতে হবে।’
বিশেষজ্ঞদের মতে, বুলডোজার চালানো কোনো বিচারের রূপ হতে পারে না। এটা বিচারব্যবস্থা নয়। সমাজে শান্তি রক্ষার জন্য ন্যায়বিচারের প্রয়োজন। বুলডোজারের মাধ্যমে ন্যায়বিচার নয়, বরং বাড়ানো হচ্ছে অবিচার।