কর্ণাটক বিধানসভায় পাস হলো সংখ্যালঘু সংরক্ষণ বিল, যার ফলে রাজ্যের সরকারি বরাতের ক্ষেত্রে মুসলিম ব্যবসায়ীরা ৪% সংরক্ষণ পাবেন। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া আগেই ঘোষণা করেছিলেন, রাজ্যের সংখ্যালঘুদের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই পদক্ষেপ নেওয়া হবে। শুক্রবার বিধানসভায় বিলটি পেশ করা হলে তা কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়ে যায়।
তবে বিলটি ঘিরে বিধানসভায় তুমুল বিক্ষোভ হয়। বিজেপি বিধায়করা বিলের কপি ছিঁড়ে স্পিকারের দিকে নিক্ষেপ করেন এবং প্রতিবাদে সরব হন। তাদের দাবি, এই বিল সংবিধানের বিরুদ্ধে এবং ধর্মের ভিত্তিতে সংরক্ষণ বৈষম্যমূলক। বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ কংগ্রেসের এই পদক্ষেপকে তোষণের রাজনীতি বলে আক্রমণ করেন। বিজেপি সাংসদ তেজস্বী সূর্য বলেন, “এই সংরক্ষণ ধর্মীয় মেরুকরণকে উৎসাহিত করছে”।
বিজেপি শাসনে কর্ণাটকে মুসলিমদের জন্য সংরক্ষণ বাতিল করা হয়েছিল। কংগ্রেস তখন প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে তারা এটি ফিরিয়ে আনবে। এবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হলো।
বিলটি এখন রাজ্যপালের অনুমোদনের অপেক্ষায়। অনুমোদন পেলেই এটি কার্যকর হবে। তবে এই সংরক্ষণ নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।