ওদের দল থেকে যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে, তাদের চ্যাংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেব: শুভেন্দু অধিকারী
বিজেপি বিধায়ক তথা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আজ সাংবাদিক সম্মেলনে বলেছেন, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করবে বিজেপি।
২০২৬ সালে অনুষ্ঠেয় নির্বাচনে ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বারুইপুর পশ্চিম থেকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে হারানোর হুঁশিয়ারি দেওয়ার পর তিনি বলেন, ”ওঁদের তো হারাবই। আর বিজেপি ক্ষমতায় আসবে। তখন ওদের দল থেকে যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে, তাদের চ্যাংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেব।”
পশ্চিমবঙ্গ বিধানসভায় গতকালের পর আজও সাম্প্রদায়িক অশান্তির অভিযোগ তুলে মুলতুবি প্রস্তাব এনেছিল বিজেপি। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মুলতুবি প্রস্তাবকে ‘অপ্রাসঙ্গিক’ বলে তা খারিজ করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিজেপি বিধায়করা। এরপর পোস্টার ও ব্যানার নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। পাশাপাশি কাগজও ছোড়া হয়।
স্পিকার এসব করতে নিষেধ করলে ওয়াকআউট করে বিধানসভার বাইরে এসে প্রতিবাদে শামিল হন তারা। এসময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের সমালোচনায় মুখর হন শুভেন্দু অধিকারী।