পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে। তৃণমূলের মুসলিম বিধায়কদের ‘চ্যাংদোলা’ করে রাস্তায় ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিতর্ক উসকে দিয়েছেন তিনি। এই মন্তব্যের পর কংগ্রেসের তরফে কলকাতা পুলিশের লালবাজার সদর দপ্তরে এবং বিভিন্ন থানায় শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রদেশ কংগ্রেসের অন্যতম সম্পাদক সুমন রায়চৌধুরী কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনারকে ইমেল করে শুভেন্দুর বিরুদ্ধে সাংবিধানিক মূল্যবোধ লঙ্ঘনের অভিযোগ করেন। তিনি দাবি করেন, শুভেন্দুর মন্তব্য সংবিধানের মূল ভাবনার পরিপন্থী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করতে পারে। এছাড়া, কংগ্রেস নেতা আলি ইমরান রামজ ওরফে ভিক্টর উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানাতেও শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।
জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই তার বিরুদ্ধে বুধবার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘু বিভাগের পক্ষ থেকেও বিধাননগর সাউথ পুলিশ স্টেশনে অভিযোগ জমা হয়।
এই অভিযোগ দায়েরের সময় উপস্থিত ছিলেন শ্রী সুখবিলাস বর্মা, ডাঃ মায়া ঘোষ, অ্যাডভোকেট আসফাক আহমেদ, সিজার ঘটক, সুসান্ত মণ্ডল এবং বিশ্বজিৎ প্রামাণিক।