টিডিএন বাংলা ডেস্ক: সিআরপিএফ ক্যাম্পে চলল এলোপাথারি গুলি। দুই সহকর্মীকে হত্যা করে নিজে আত্মহত্যা করেন এক জওয়ান। গুলিতে আহত আরও ৮।
সংবাদ সংস্থা সূত্রে খবর, আত্মঘাতী জওয়ানের নাম সঞ্জয় কুমার। সিআরপিএফের ১২০ নম্বর ব্যাটালিয়নে হাবিলদার পদে কর্মরত ছিলেন তিনি। ৮ বেজে ২০ মিনিট। বৃহস্পতিবার সন্ধ্যায় ইম্ফল পশ্চিম জেলার লাম্ফেলে CRPF ক্যাম্পে নিজের সার্ভিস রাইফেল থেকে প্রথমে এক কনস্টেবল এবং এক সাব ইনস্পেক্টরকে লক্ষ্য় করে গুলি চালান সঞ্জয়। ঘটনাস্থলেই মৃত্যু হয়ে দু’জনের। এরপর রাইফেলটি নিজের দিকে ঘুরিয়ে গুলি চালান। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় সঞ্জয়েরও। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আরও ৮ জওয়ান। কী কারণে এই ঘটনা ঘটেছে? তা অবশ্য স্পষ্ট নয় এখনও।
এর আগে, গত রবিবার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন বীরেন। সঙ্গে ছিলেন বিজেপি ও নাগা পিপল্স ফ্রন্ট (এনপিএফ)-এর ১৪ জন বিধায়ক। এর সেই বৈঠক সেরে ইম্ফলে ফিরেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেন তিনি।
উচ্চ মাধ্যমিকে ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৫৬ জন, মাধ্যমিকে ৩২, রাজ্যের অষ্টম কালিয়াচক আবাসিক মিশনের, দুর্দান্ত ফলাফলে খুশি জেলাবাসী
এবারেও দুর্দান্ত ফলাফল করল মালদার কলিয়াচক আবাসিক মিশন। উচ্চ মাধ্যমিকে ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৫৬ জন, মাধ্যমিকে ৩২ জন...